গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটউট (NIPORT)
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
১৩/১ শেখ সাহেব বাজার, আজিমপুর, ঢাকা-১২০৫
স্মারক নং: ৫৯.১২.০০০০.০০১.৫১.১৯৫.২৪- |
তারিখ: ২৪/১২/২০২৪ |
বিষয় : ২য় কোয়ার্টার (অক্টোবর- ডিসেম্বর ২০২৪)- এর জন্য হালনাগাদকৃত ‘সেবা প্রদান প্রতিশ্রুতি’ ওয়েবসাইটে আপলোডকরণ ।
সূত্র : স্মারক নম্বর ৫৯.০০.০০০০.১৩৮.৯৯.০০৫.২২.৬৭ , তারিখ : ২৮/০৯/২০২২ খ্রি.
সেবা প্রদান প্রতিশ্রুতি
রুপকল্প (Vision):
২০২৫ সালের মধ্যে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টরে মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদান ও গবেষণা পরিচালনার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার একটি নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা।
অভিলক্ষ (Mission):
দেশের জনগণকে উন্নততর স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা প্রদানের লক্ষ্যে দক্ষ জনশক্তি তৈরি করা এবং গবেষণা পরিচালনা করা।
২. প্রতিশ্রুত সেবাসমুহ
২.১) নাগরিক সেবা
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময় সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর) |
---|---|---|---|---|---|---|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
১. |
তথ্য প্রদান |
বাংলাদেশের যে কোন নাগরিক কর্তৃক তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী আবেদনের ভিত্তিতে তথ্য প্রদান |
নিপোর্ট, আজিমপুর, ঢাকা-১২০৫ |
তথ্য প্রাপ্তির অনুরোধ ফি এবং তথ্যের মূল্য নির্ধারণ ফি এবং রশিদের মাধ্যমে জমা প্রদান |
এক তথ্য ইউনিটের জন্য ২০ (বিশ) কর্মদিবস এবং একাধিক তথ্য ইউনিটের ক্ষেত্রে ৩০ (ত্রিশ) কর্মদিবস |
উপপরিচালক (প্রশাসন) ফোন: ০১৭৯০০৬২৩০৫ ই-মেইল: ddadmin@niport.gov.bd |
২. |
গবেষণা সম্পর্কিত তথ্য প্রদান ও প্রচার |
প্রকাশিত গবেষণা/সার্ভে রিপোর্টের হার্ড/সফট কপি |
প্রিন্টেড রিপোর্ট (কপি থাকা সাপেক্ষে) অথবা সফটকপি |
নির্ধারিত মূল্য অথবা প্রতি সিডি ১০০/ |
৩ কর্মদিবস
|
মোহাম্মদ আহছানুল আলম পরিচালক (গবেষণা)-চ.দা. ফোন: ০১৫৫২-৩৫৬৮৪২ ই-মেইল: alam.niport@gmail.com |
৩. |
নিপোর্ট গ্রন্থাগার প্রদত্ত সেবা |
কম্পিউটারাইজড বিবলিওগ্রাফি সার্চ, রেফারেন্স সেবা, জনসংখ্যা প্রজনন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে মাসিক প্রেস্ক্লিপিং সেবা, নতুন সংগ্রহ সম্পর্কে ত্রৈমাসিক সচেতনমূলক সেবা |
প্রিন্টেড রিপোর্ট (কপি থাকা সাপেক্ষে) অথবা সফটকপি
|
বিনামূল্যে অথবা প্রযোজ্য ক্ষেত্রে ২৫-৫০ টাকা |
একই দিন
|
মোঃ নজমুস-সা-আদাত ডকুমেন্টেশন অফিসার ফোন: ০১৭১১-১০২৩৪০ ই-মেইল: nssyes2004@gmail.com |
৪. |
নিয়োগ প্রদান |
মন্ত্রনালয় থেকে শূন্যপদের ছাড়পত্র প্রাপ্তির পর সংশ্লিষ্ট পদের নিয়োগ বিধি অনুসারে ৩য় ও ৪র্থ শ্রেণির (সরাসরি নিয়োগের ক্ষেত্রে) সরকার নির্ধারিত কমিটির সভায় উপস্থাপন করা হয়। নিয়োগের সকল আনুষ্ঠানিকতা সম্পন্নসহ কমিটির সুপারিশের ভিত্তিতে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগ পত্র জারি করা হয়। |
১. সাদা কাগজে আবেদন। ২. আবেদনপত্রের সংগে চাহিত তথ্যাদির অনুলিপিসমুহ।
প্রাপ্তিস্থান: বহুল প্রচলিত জাতীয় দৈনিক পত্রিকা এবং নিপোর্ট প্রধান কার্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইট: www.niport.gov.bd |
বিনামূল্যে |
৩য় ও ৪র্থ শ্রেণির নিয়োগ বিধি অনুযায়ী চূড়ান্ত সুপারিশের পর ১৫ কর্মদিবস। |
মোঃ গোলাম মোস্তফা পরিচালক (প্রশাসন) ফোন: ৫৮৬১৪৪৫০ (অফিস) ফোন: ০১৭১৭০০৫০৩৪ ইমেইল: diradmin@niport.gov.bd |
২.২) প্রাতিষ্ঠানিক সেবা
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময় সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর) |
---|---|---|---|---|---|---|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
১. |
প্রশিক্ষণ প্রদান |
|
|
বিনামূল্যে |
প্রশিক্ষণের বিষয় অনুযায়ী ০৫-১০ দিন |
ডা. মো: গাজী শামসুল আলম উপপরিচালক (প্রশিক্ষণ) ফোন: ০১৭১২-৫৯৪৪২৩ ই-মেইল:
|
২. |
কারিকুলাম প্রণয়ন ও উন্নয়ন |
|
নিপোর্ট |
বিনামূল্যে |
০৩-০৬ মাস |
নারায়ণ কুমার রায় কারিকুলাম স্পেশালিষ্ট ফোন: ০১৭১১-২০৭৯৬৯ ই-মেইল:
|
৩. |
বিশেষ প্রশিক্ষণ বা অনুরোধ কোর্স আয়োজন |
প্রত্যাশী সংস্থার অনুরোধের প্রেক্ষিতে বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং বাজেট ও প্রোগ্রাম ডিজাইন করা। |
প্রত্যাশী সংস্থার অনুরোধ পত্র। |
সরকারী নীতিমালা অনুযায়ী নির্ধারিত মূল্য |
অনুরোধ প্রদানের ১৫ (পনেরো) দিনের মধ্যে |
ডা. মো: গাজী শামসুল আলম উপপরিচালক (প্রশিক্ষণ) ফোন: ০১৭১২-৫৯৪৪২৩ ই-মেইল: |
৪. |
টেন্ডার প্রক্রিয়া সম্পন্নকরণ ও বিভিন্ন প্রকার বিল পরিশোধ |
পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ অনুযায়ী |
নিপোর্ট, ঢাকা |
পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ অনুযায়ী |
পিপিএ-২০০৬ ও পিপিআর-২০০৮ অনুযায়ী |
মো: সাফাত মোস্তফা তত্ত্বাবধায়ক (প্রশাসন) ফোন: ০১৬৭৭-১৮৮৩১৮ ইমেইল: sahfatmostafa@gmail.com |
২.৩) আভ্যন্তরীণ সেবা
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র ও প্রাপ্তিস্থান |
সেবার মূল্য ও পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময় সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন নম্বর) |
---|---|---|---|---|---|---|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
১. |
পদোন্নতি |
৩য় ও ৪র্থ শ্রেণির সরাসরি নিয়োগযোগ্য পদে নিয়োগ কমিটির সুপারিশক্রমে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে পদোন্নতির আদেশ জারি করা হয়। |
১. নির্ধারিত ফর্মে আবেদন ২. হালনাগাদ বার্ষিক গোপনীয় প্রতিবেদন প্রাপ্তিস্থান: নিপোর্ট প্রধান কার্যালয় |
বিনামূল্যে |
চূড়ান্ত সুপারিশের পর ১৫ কর্মদিবস। |
উপপরিচালক (প্রশাসন) ফোন: ০১৭৯০০৬২৩০৫ ই-মেইল: ddadmin@niport.gov.bd |
২. |
বিভিন্ন প্রকার ছুটি মঞ্জুর |
আবেদন পাওয়ার পর নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের (আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী) অনুমোদনক্রমে সরকারি অদেশ জারি। |
গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে: ১. সাদা কাগজে আবেদনপত্র ২. নির্ধারিত ফর্মে (বাংলাদেশ ফরম নম্বর ২৩৯৫) প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রতিবেদন; নন গেজেটেড কর্মচারিদের ক্ষেত্রে: ১. সাদা কাগজে আবেদনপত্র ২. নির্ধারিত ফর্ম (বাংলাদেশ ফরম নম্বর ৪০) ৩. প্রশাসন শাখা থেকে ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন গেজেটেড কর্মচারি) প্রাপ্তিস্থান: নিপোর্ট প্রধান কার্যালয় |
বিনামূল্যে |
গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে ৭ কর্মদিবস এবং নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে ৫ কর্মদিবস |
উপপরিচালক (প্রশাসন) ফোন: ০১৭৯০০৬২৩০৫ ই-মেইল: ddadmin@niport.gov.bd |
|
(মোহাম্মদ আহছানুল আলম) পরিচালক (গবেষণা)-চলতি দায়িত্ব এবং সভাপতি, সেবা প্রদান প্রতিশ্রুতি কমিটি নিপোর্ট |