জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)- এর ২০০৯-২০১০ অর্থবছর হতে হতে ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত প্রশিক্ষণ বিভাগের অগ্রগতির চিত্র:
২০০৯-২০১০ অর্থবছর থেকে ২০২১-২০২২ অর্থবছর পর্যন্ত নিপোর্ট প্রধান কার্যালয় ও এর অধীন ১২টি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) ও ২০ টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (আরটিসি) এর মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মীডওয়াইফারী অধিদপ্তর এবং অন্যান্য সংস্থার মোট ১,৫০,৭১৩ জন কর্মসূচী ব্যবস্থাপকসহ বিভিন্ন ক্যাটাগরীর সেবাপ্রদানকারীকে নিপোর্টের তত্ত্বাবধানে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নিম্নে অর্থবছর ভিত্তিক প্রশিক্ষণ অগ্রগতি দেখানো হলঃ
ক্রম |
অর্থবছর |
প্রশিক্ষণার্থীর সংখ্যা |
০১ |
২০০৯-২০১০ |
৭,৯৫০ জন |
০২ |
২০১০-২০১১ |
৬,২১১ জন |
০৩ |
২০১১-২০১২ |
৬,৮৭০ জন |
০৪ |
২০১২-২০১৩ |
৮,১৬৭ জন |
০৫ |
২০১৩-২০১৪ |
৭,৫৭৪ জন |
০৬ |
২০১৪-২০১৫ |
৬,৭০১ জন |
০৭ |
২০১৫-২০১৬ |
১০,৩৫৮ জন |
০৮ |
২০১৬-২০১৭ |
১৯,৯৭৫ জন |
০৯ |
২০১৭-২০১৮ |
২৬,২৭৫ জন |
১০ |
২০১৮-২০১৯ |
৩৬,১৯৭ জন |
১১ |
২০১৯-২০২০ |
১৪,৪৩৮ জন |
১২ |
২০২০-২০২১ |
১৩,১১৯ জন |
১৩ |
২০২১-২০২২ (চলমান) |
৩,৬৯৩ জন |
সর্বমোট |
১,৬৭,৫২৮ জন |