Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ August ২০২৪

মহাপরিচালকের জীবনবৃত্তান্ত

ডা. আশরাফী আহমদ এনডিসি, ১৪ই, জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দে মহাপরিচালক নিপোর্ট হিসেবে যোগদান করেন। যোগদানের পূর্বে তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (জনসংখ্যা, পরিবার কল্যাণ ও আইন) হিসেবে কর্মরত ছিলেন।

ডা. আশরাফী আহমদ এনডিসি, বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডার এর ১৫তম ব্যাচ এর সদস্য। ১৫ই নভেম্বর ১৯৯৫ খ্রিষ্টাব্দে জৈন্তাপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স এ মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২০ বৎসর স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পদে কাজ করার পর ৬ই, এপ্রিল ২০১৫ খ্রিষ্টাব্দে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেন। উপসচিব হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ‘প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ’ কর্মসূচীর পরিচালক হিসেবে কাজ করেন এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে ‘চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (CSPB)’ প্রজেক্ট এর জাতীয় প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি যুগ্মসচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর পুনরায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পদায়িত হন। ২০২১ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ন্যাশনাল ডিফেন্স কোর্স (NDC) সম্পন্ন করেন। ২০২১ সালের ডিসেম্বর থেকে কিছুদিন যুগ্মসচিব (নার্সিং) হিসেবে স্বাস্থ্য শিক্ষা ‍ও পরিবার কল্যাণ বিভাগে কাজ করেন এবং একই মন্ত্রণালয়ে ৬ই, এপ্রিল ২০২২ খ্রিষ্টাব্দে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পান ।

তিনি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। ভিকারুন্নিসা নুন স্কুল থেকে কৃতিত্বের সাথে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ২০০৫ সালে তিনি নিপসম থেকে দ্বিতীয় স্থান অর্জন করে এমপিএইচ সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে কৃতিত্বের সাথে এক্সিকিউটিভ এমবিএ পাশ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি অস্ট্রেলিয়া, চায়না, ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া থেকে পেশাগত প্রশিক্ষণ লাভ করেন। সরকারি কাজে তিনি সুইজারল্যান্ড, ভুটান, যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া সফর করেন। এছাড়া সরকারি কাজের অংশ হিসেবে বিভিন্ন দেশী-বিদেশী কর্মশালায় আলোচনা, নেগোশিয়েশন এ অংশগ্রহণ করেন। তাঁর এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।