Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মার্চ ২০১৯

সমঝোতা স্মারক (Memorandum of Understanding) স্বাক্ষর


প্রকাশন তারিখ : 2019-03-14

গত ২৭ ফেব্রুয়ারি ২০১৯ খ্রি. তারিখ Mutual cooperation towards capacity building of Bangladesh FCivil Service/Officials through Training Institutes বিশয়ে নিপোর্ট এবং এটুআই, আইসিটি বিভাগ এর মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding) স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকটির মূল উদ্দেশ্য হচ্ছে নিপোর্টের প্রশিক্ষণ পদ্ধতি আধুনিকায়ন, প্রশিক্ষণ কারিকুলাম প্রণয়ন/হালনাগাদকরণ এবনহ বিভিন্ন প্রশিক্ষণ  কোর্সকে ই-লার্নিং এ রূপান্তর কাজে প্রয়োজনীয় কারিগরী সহায়তা প্রদান করা।

সমঝোতা স্মারকে নিপোর্টের পক্ষে স্বাক্ষর করেন জনাব সুশান্ত কুমার সাহা, মহাপরিচালক, নিপোর্ট ও অতিরিক্ত সচিব এবং এটুআই এর পক্ষে স্বাক্ষর করেন জনাব মো. মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক, এটুআই ও অতিরিক্ত সচিব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, এন এম জিয়াউল আলম, সচিব, আইসিটি বিভাগ।