Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০১৯

নিপোর্টে ০৩ ব্যাচ প্রশিক্ষণ শুরু হয়েছে


প্রকাশন তারিখ : 2019-01-27

নিপোর্ট প্রধান কার্যালয়ে আজ ২৭/০১/২০১৯ খ্রি. তারিখ হতে  মেডিকেল অফিসার (MCH-FP) দের ০৫ দিনব্যাপী ও সিনিয়র স্টাফ নার্সদের ১২দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রশিক্ষণ দুইটি শেষ হবে যথাক্রমে ৩১/০১/২০১৯ ও ০৭/০২/২০১৯ খ্রি. তারিখে। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সি (USAID) এর আর্থিক সহায়তায়  ও নিপোর্টের কার্যকরী সহায়তায় পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দপ্তরাধীন  কর্মসূচী ব্যবস্থাপকদের ম্যানেজমেন্ট ও লীডারশীপ প্রশিক্ষণ শুরু হয়েছে। মেডিকেল অফিসার (MCH-FP) দের প্রশিক্ষণে ২২ জন মেডিকেল অফিসার (MCH-FP), সিনিয়র স্টাফ নার্সদের প্রশিক্ষণে ২৫ জন সিনিয়র স্টাফ নার্স এবং  ম্যানেজমেন্ট ও লীডারশীপ প্রশিক্ষণে ১৮জন কর্মসূচী ব্যবস্থাপক অংশগ্রহণ করেছেন। 

মেডিকেল অফিসার (MCH-FP) দের ওরিয়েন্টেশন প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব হিরো ধর, প্রশিক্ষক, নিপোর্ট। সিনিয়র স্টাফ নার্সদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মো. আবুল মঈন, প্রশিক্ষক, নিপোর্ট। ম্যানেজমেন্ট ও লীডারশীপ প্রশিক্ষণে কোর্স সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব বিশ্বজিৎ বৈশ্য, সহকারী পরিচালক (প্রশিক্ষণ), নিপোর্ট।

কোর্সগুলোর উদ্বোধনী অনুষ্টানে নিপোর্টের পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জনাব মো. মতিয়ার রহমান এবং কোর্স সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন।

মেডিকেল অফিসার (MCH-FP) দের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নিপোর্টের পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জনাব মো. মতিয়ার রহমান

সিনিয়র স্টাফ নার্সদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নিপোর্টের পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জনাব মো. মতিয়ার রহমান

ম্যানেজমেন্ট এন্ড লীডারশীপ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন নিপোর্টের পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জনাব মো. মতিয়ার রহমান।