Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ জানুয়ারি ২০১৯

নিপোর্টে ২০১৯ সালের প্রথম প্রশিক্ষণ শুরু হয়েছে।


প্রকাশন তারিখ : 2019-01-06

আজ ০৬/০১/২০১৯ খ্রি. রবিবার নিপোর্টের প্রধান কার্যালয়ে নতুন বছরের প্রথম প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। এই সপ্তাহে নিপোর্টের প্রধান কার্যালয়ে তিনটি প্রশিক্ষণ শুরু হয়েছে। কোর্স তিনটি যথাক্রমে Orientation Course for AFPO, Orientation Course for MO(MCH-FP) এবং Comphrensive New Born Care। প্রতিটি কোর্সেই ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। 

 

Orientation Course for MO(MCH-FP) কোর্সটির সমন্বয়ক হিসেবে আছেন জনাব নারায়ণ কুমার রায়, কারিকুলাম বিশেষজ্ঞ, নিপোর্ট।

Comphrensive New Born Care কোর্সটির সমন্বয়ক হিসেবে আছেন জনাব ডা. মো. সাইফুল ইসলাম, সহকারী পরিচালক (ক্লি. প্র.), নিপোর্ট। 

Orientation Course for AFPO কোর্সটির সমন্বয়ক হিসেবে আছেন জনাব আব্দুল হামিদ মোড়ল, উপপরিচালক (প্রশিক্ষণ), নিপোর্ট।

কোর্স তিনটির উদ্বোধনী অনুষ্ঠানে নিপোর্টের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা, নিপোর্টের পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জনাব মো. মতিয়ার রহমান এবং প্রতিটি কোর্সের সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন।