Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd ডিসেম্বর ২০১৮

নিপোর্টে ৯দিন ব্যাপী Report Writing Workshop on Bangladesh Health Facility Survey -2017 শুরু হয়েছে


প্রকাশন তারিখ : 2018-12-03

আজ নিপোর্টে ৩দিন ব্যাপী Report Writing Workshop on Bangladesh Health Facility Survey -2017 শুরু হয়েছে। কর্মশালাটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিপোর্টের মাননীয় পরিচালক (গবেষণা) ও যুগ্মসচিব জনাব মো. রফিকুল ইসলাম সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিপোর্টের মাননীয় মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা। অনুষ্ঠানটিতে নিপোর্টের গবেষণা শাখার অনুষদবর্গ সহ দেশ ও বিদেশের অনেক সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।