নিপোর্টে ০৫ দিনব্যাপী "শিশুর প্রারম্ভিক বিকাশ এবং জন্ম নিবন্ধন ও শিশু অধিকার" বিষয়ক প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক প্রশিক্ষণ (ToT) গত ১৭/১১/২০১৯ খ্রি. তারিখ রবিবার হতে শুরু হয়েছে। এতে নিপোর্ট প্রধান কার্যালয়, এর অধীন আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) ও আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (আরটিসী) হতে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কোর্সটির উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিপোর্টের মহাপরিচালক জনাব সুশান্ত কুমার সাহা, অতিরিক্ত সচিব এবং সভাপতিত্ব করেন নিপোর্টের পরিচালক (প্রশাসন) জনাব নিমাই চন্দ্র পাল, অতিরিক্ত সচিব। কোর্সটি আগামী ২১/১১/২০১৯ খ্রি. তারিখে শেষ হবে।