নিপোর্ট প্রধান কার্যালয়ে পরিবার কল্যাণ সহকারী-দের মৌলিক প্রশিক্ষণ কারিকুলাম বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ গতকাল ২৯.০১.২০২৩ খ্রি. তারিখ হতে শুরু হয়েছে। প্রশিক্ষণটি আগামী ০২.০২.২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। প্রশিক্ষণটিতে নিপোর্টের আওতাধীন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (আরটিসি) এর ১০ জন প্রশিক্ষণ কর্মকর্তা সহ বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অংশগ্রহণ করছেন।