নিপোর্টে আর্থিক ব্যবস্থাপনা, কর্মসূচী ব্যবস্থাপনা ও আচরণ পরিবর্তনে যোগাযোগ প্রশিক্ষণের একব্যাচ করে প্রশিক্ষণ শুরু হয়েছে।
"আর্থিক ব্যবস্থাপনা" কোর্সটিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর হতে মোট ২৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। "কর্মসূচী ব্যবস্থাপনা" প্রশিক্ষণ কোর্সটিতে মোট ২৬ জন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মসূচী ব্যবস্থাপক অংশগ্রহণ করেন। "আচরণ পরিবর্তনে যোগাযোগ" প্রশিক্ষণ কোর্সে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং নিপোর্ট হতে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।
প্রতিটি কোর্সের উদ্বোধনীতে বিশেষ অতিথি ছিলেন নিপোর্টের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা। সভাপতিত্ব করেন নিপোর্টের পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জনাব মো. মতিয়ার রহমান।
আর্থিক ব্যবস্থাপনা কোর্সের সমন্বয়কারী হিসেবে আছেন মিজ উম্মে কাউসার ফেরদৌসী, সহকারী পরিচালক (প্রশিক্ষণ), নিপোর্ট।
কর্মসূচী ব্যবস্থাপনা কোর্সের সমন্বয়কারী হিসেবে আছেন জনাব হিরো ধর, প্রশিক্ষক, নিপোর্ট।
আচরণ পরিবর্তনে যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণ কোর্সে সমন্বয়কারী হিসেবে আছেন জনাব আবুল মঈন, প্রশিক্ষক, নিপোর্ট।