গত ১৮/০৭/২০১৯ খ্রি তারিখে নিপোর্টে "Bangladesh Adolescent Health and Well Being" এর সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নিপোর্টের সম্মানিত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা, নিপোর্টের পরিচালক (গবেষণা) ও যুগ্মসচিব জনাব মো রফিকুল ইসলাম সরকার। আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আবুল বারাকাত, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অধ্যাপক জনাব জাহিদুল হক সর্দার সহ নিপোর্টের গবেষণা শাখার অনুষদবর্গ।