Wellcome to National Portal
  • 2024-12-11-07-03-a3124ffebdcc74cf7a391af8f3f51535
  • 2024-11-19-06-57-6936a889cd2c069cf78ed80747eb33e1
  • 2024-11-18-08-34-7d47b3b9235deeed18f1ced0814d5d89
  • 2024-09-15-06-25-2fe7526ecd0dfb8088b0b782978066fb
  • 2024-09-15-06-25-8db2744d28497896dcdacc6495e1a40b
  • 2024-10-03-05-00-24d004e1d151b75e324f14088388ac9b
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ ডিসেম্বর ২০১৮

নিপোর্টে ০৫ দিনব্যাপী "নাগরিক সেবায় উদ্ভাবন" বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত


প্রকাশন তারিখ : 2018-12-13

IMG_20181213_120952

IMG_20181213_130912

নিপোর্টে ৫ দিনব্যাপী "নাগরিক সেবায় উদ্ভাবন" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত ০৯/১২/২০১৮ খ্রি. থেকে শুরু হয়েছিল। আজ ১৩/১২/২০১৮ খ্রি. কর্মশালাটি শেষ হল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় জনসংখ্যা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর থেকে মোট ২০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। মন্ত্রণালয়ের সহযোগিতায় ও এটুআই এর কারিগরি সহায়তায় নিপোর্ট এই প্রশিক্ষণটি আয়োজন করে। সমাপণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মাননীয় সচিব জনাব জি. এম. সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এ কে এম মহিউল ইসলাম , নিপোর্টের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব জনাব নিমাই চন্দ্র পাল ও নিপোর্টের পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জনাব মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিপোর্টের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা। সমাপোণী দিবসে প্রতিটি দপ্তর তাদের নিজস্ব ইনোভেশন প্রজেক্টগুলো তাদের মেন্টরদের সামনে উপস্থাপন করেন। সচিব মহোদয় প্রতিটি দপ্তরের ইনোভেশন কার্যক্রম পরিচালনার জন্য সবধরণের সহায়তার আশ্বাস দেন।