গতকাল ১০ই অক্টোবর ২০২০ খ্রি. বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের গবেষণাভিত্তিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর অধীন নব নির্মিত আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) মানিকগঞ্জ এর শুভ উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলংকৃত করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহিদ মালেক এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহ আলম। আরও উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শ্রদ্ধেয় মহাপরিচালক জনাব সাহান বানু, এনডিসি, পরিচালক (প্রশাসন) এবং অতিরিক্ত সচিব জনাব নিমাই চন্দ্র পাল, পরিচালক (গবেষণা) এবং যুগ্ম সচিব জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার এবং নিপোর্টের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিপোর্টের সম্মানিত মহাপরিচালক এবং অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা। মানিকগঞ্জের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে নিপোর্টের ১৩তম আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই)। এর মাধ্যমে নিপোর্টের পরিধি আরও প্রসারিত হওয়ার সাথে সাথে নিপোর্টের প্রশিক্ষণ কার্যক্রম ব্যাপকতর রূপ লাভ করবে। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় জাতীয় পর্যায়ের একটি প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান। দেশের জনগণকে গুণগত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে দক্ষ মানব সম্পদ তৈরি এবং সেবার মান উন্নয়ন ও কর্মসূচি মূল্যায়নের জন্য নিয়মিত গবেষণা ও সার্ভে পরিচালনার লক্ষ্যে ১৯৭৭ সালে নিপোর্ট প্রতিষ্ঠিত হয়। নিপোর্টের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয় ঢাকাস্থ প্রধান কার্যালয়, বিভাগ ও জেলা পর্যায়ের ১১ টি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই), ঢাকায় অবস্থিত ১ টি FWVTI এবং উপজেলা পর্যায়ে ২০ টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (আরটিসি) এর মাধ্যমে। ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বিগত তিন বছরে স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মীডওয়াইফারী অধিদপ্তর এবং অন্যান্য সংস্থার মোট ৭৪,৯৬৪ জন বিভিন্ন ক্যাটাগরীর সেবাপ্রদানকারীকে নিপোর্টের তত্ত্বাবধানে মৌলিক, ওরিয়েন্টেশন, ইনডাকশান ও পুনঃপ্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এর মধ্যে ২০১৯-২০ অর্থবছরে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে মোট ১৪,১৬১ জনকে। নতুন আরপিটিআই তৈরির মাধ্যমে নিপোর্টের সাফল্যের মুকুটে যুক্ত হল নতুন এক পালক।