নিপোর্ট প্রধান কার্যালয়ে গবেষণা শাখার তত্ত্বাবধানে 'Identification of Priority Research Topics'- বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই কর্মশালা গত ১২ই মার্চ ২০১৯ খ্রি. থেকে ১৩ই মার্চ ২০১৯ খ্রি. তারিখ পর্যন্ত চলে। কর্মশালায় নিপোর্টের অনুষদবর্গের পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, PMMU, ICF International, NMES, ICDDRB, Research Firms, UPHCDP, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এই কর্মশালায় নিপোর্ট তার পরবর্তী গবেষণার বিষয় নির্বাচন করে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত গ্রহণ করেন। নিপোর্ট গবেষণা শাখার পক্ষে মূল্যায়ন বিশেষজ্ঞ জনাব আহসানুল আলম কর্মশালার উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে ছিলেন নিপোর্টের সম্মানিত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা। নিপোর্টের পরিচালক (গবেষণা) ও যুগ্মসচিব জনাব রফিকুল ইসলাম সরকার কর্মশালাটির সভাপতিত্ব করেন।