নিপোর্ট প্রধান কার্যালয়ে "ToT on Competency Based Training" আজ ২৬/০২/২০১৯ খ্রি. শুরু হয়েছে। পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনালের সুখী জীবন প্রকল্পের কার্যক্রম স্বরূপ এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে আছেন নিপোর্টের সম্মানিত মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে আছেন ডা মো মাইনুদ্দিন, লাইন ডিরেক্টর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। ০৩ দিনব্যাপী এই প্রশিক্ষণে নিপোর্টের অনুষদবর্গ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, নার্সিং ও মীডওয়াইফারী অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্টানের মোট ২৫ জন কর্মকর্তা উপস্থিত আছেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর মিজ ক্যারোলিন ক্রসবেই , নিপোর্টের উপপরিচালক (প্রশিক্ষণ) জনাব আব্দুল হামিদ মোড়ল এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন নিপোর্টের পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জনাব মো মতিয়ার রহমান।