নিপোর্টে ৫ দিনব্যাপী "নাগরিক সেবায় উদ্ভাবন" বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল ০৯/১২/২০১৮ খ্রি. থেকে শুরু হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, জাতীয় জনসংখ্যা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর থেকে মোট ২০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। মন্ত্রণালয়ের সহযোগিতায় ও এটুআই এর কারিগরি সহায়তায় নিপোর্ট এই প্রশিক্ষণটি আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মাননীয় সচিব জনাব জি. এম. সালেহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এ কে এম মহিউল ইসলাম ও নিপোর্টের পরিচালক (প্রশাসন) ও অতিরিক্ত সচিব জনাব নিমাই চন্দ্র পাল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিপোর্টের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা।