নিপোর্ট প্রশিক্ষণ ইউনিটের ২০২০-২০২১ অর্থবছরের প্রশিক্ষণ পরিকল্পনা অনু্যায়ী ১১-১৫ গ্রেডের কর্মচারীদের জন্য ‘অফিস ব্যবস্থাপনা” বিষয়ক ১টি প্রশিক্ষণ কোর্স আজ ০৮ নভেম্বর ২০২০ খ্রি. তারিখ নিপোর্ট প্রধান কার্যালয়ে শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, এমসিএইচটিআই, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার, FWVTI, ঢাকা ও নিপোর্ট প্রধান কার্যালয় হতে মোট ২০ (বিশ) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে। কোর্সটি আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে। কোর্সের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নিপোর্টের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন নিপোর্টের উপ্পরিচালক (প্রশিক্ষণ) জনাব আব্দুল হামিদ মোড়ল। মহাপরিচালক মহোদয় উপস্থিত সকলের সাথে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে বিশদভাবে আলোচনা করেন। কোর্সটির সমন্বয়কারীর ভূমিকায় আছেন নিপোর্টের প্রশিক্ষক মিজ আকলিমা বেগম।