নিপোর্ট প্রধান কার্যালয়ে সিনিয়র স্টাফ নার্সদের ওরিয়েন্টেশন কোর্সের ২য় ও ৩য় ব্যাচ আজ ১৩/০১/২০১৯ খ্রিষ্টাব্দ তারিখে শুরু হয়েছে। কোর্স দুটিতে ২৫ জন করে মোট ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। কোর্স দুটি আগামী ২৪/০১/২০১৯ তারিখে শেষ হবে। কোর্সদ্বয়ের সমন্বয়কারী হিসেবে আছেন যথাক্রমে জনাব মোহা. মাহফুজুর রহমান, সহকারী পরিচালক (প্রশিক্ষণ), নিপোর্ট এবং জনাব ডা. এ. এফ. এম. রেদোয়ানুর রহমান, প্রশিক্ষক (মেডিকেল), নিপোর্ট।
কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে নিপোর্টের পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জনাব মো. মতিয়ার রহমান এবং কোর্স সমন্বয়কারীগণ উপস্থিত ছিলেন।