Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ অক্টোবর ২০২০

নিপোর্ট প্রধান কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার -২০২০ বিতরণ


প্রকাশন তারিখ : 2020-10-01

গত ২৯.০৯.২০২০ খ্রি. তারিখ মঙ্গলবার নিপোর্ট প্রধান কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কার -২০২০  বিতরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠানে নিপোর্ট প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের পাশাপাশি নিপোর্টের আওতাধীন ১২টি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট (আরপিটিআই) ও ২০টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (আরটিসি) এর প্রধানগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সম্মানিত সচিব জনাব আলী নূর অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নিপোর্টের মহাপরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা অনুষ্ঠানটির সভাপতিত্ব ছিলেন। এতে আরো উপস্থিত ছিলেন নিপোর্টের পরিচালক (প্রশাসন) ও সরকারের অতিরিক্ত সচিব জনাব নিমাই চন্দ্র পাল, পরিচালক (প্রশিক্ষণ) ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মোঃ মতিয়ার রহমান এবং পরিচালক (গবেষণা) ও সরকারের যুগ্মসচিব জনাব মোঃ রফিকুল ইসলাম সরকার। নিপোর্টে যারা পুরস্কার পেলেনঃ

১. জনাব এমদাদুল হক খান, অধ্যক্ষ, RPTI, সিলেট

২. জনাব মো. মতিয়ার রহমান, অধ্যক্ষ, RPTI, টাংগাইল

৩. জনাব দীপক চন্দ্র রায়, লাইব্রেরিয়ান, নিপোর্ট

৪. জনাব অঞ্জনা রাণী মৈত্র, সহকারী প্রশিক্ষক, RTC, মিঠাপুকুর

৫. জনাব আব্দুল কাইউম, পরিচ্ছন্নতা কর্মী, নিপোর্ট

৬. জনাব বিমল হরিজন, পরিচ্ছন্নতা কর্মী, RPTI, বগুড়া

শ্রেষ্ঠ প্রতিষ্ঠানঃ

১. শ্রেষ্ঠ RPTI: RPTI, রাঙ্গামাটি

২. শ্রেষ্ঠ RTC: RTC, গৈলা, আগৈলঝাড়া