Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩১st মার্চ ২০১৯

সহযোগীতা পত্র (LOC) স্বাক্ষর অনুষ্ঠান


প্রকাশন তারিখ : 2019-03-31

আজ মার্চ ৩১, ২০১৯ তারিখে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এবং USAID এর আর্থিক সহায়তায় পরিচালিত ' Univaersal Access to Family Planning Project' এর মধ্যে একটি সহযোগীতা পত্র (LOC) স্বাক্ষরিত হয়েছে। প্রকল্পটি "সুখী জীবন" নামে পরিচিত। উক্ত প্রকল্পটি ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে সরকারের স্বাস্থ্য সেবা ব্যবস্থায় পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট ক্ষেত্রে নিরবিচ্ছিন্নভাবে নিয়োজিত থেকে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরো সমৃদ্ধ করার জন্য অঙ্গীকারাবদ্ধ। 

বাংলাদেশ সরকারের ৪র্থ HPNSP সেক্টর প্রোগ্রামে ২০১৭-২০২২ এর লক্ষ্য অর্জনে গুণগত মানসম্পন্ন সেবাপ্রদানকারী তৈরীর ক্ষেত্রে এই সহযোগিতা পত্র সংশ্লিষ্ট সকল অপারেশনাল প্ল্যান অনুসরণ করে ্পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্যের অন্যান্য ক্ষেত্রে আরো সহযোগিতা সহজতর হবে। নিপোর্ট মহাপরিচালক সুশান্ত কুমার সাহা এবং ক্যারোলাইন ক্রসবি, প্রকল্প পরিচালক, সুখীজীবন ও কান্ট্রি ডিরেক্টর, পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল সহযোহিতা পত্র স্বাক্ষর করেন। এই সহযোগিতা পত্র স্বাক্ষরের তারিখ হতে ২০২৩ সালের জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। উল্লেখ্য সুখী জীবন প্রকল্পটি USAID এর অর্থায়নে এবং ইন্ট্রা হেলথ ইন্টারন্যাশনালের অংশীদারিত্বে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে।