আজ ১২/০৫/২০১৯ খ্রি. নিপোর্টে নবনিযুক্ত ১২৬ জন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) দের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু শুরু হয়েছে। ০৫ দিনব্যাপী এই কোর্সটি আগামী ১৬/০৫/২০১৯ খ্রি. তারিখ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সম্মানিত সচিব জনাব জি এম সালেহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী মোস্তফা সরোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন নিপোর্টের পরিচালক (প্রশিক্ষণ) ও অতিরিক্ত সচিব জনাব মো. মতিয়ার রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নিপোর্টের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা।