নিপোর্ট ও ইউএসএআইডি এর সহযোগীতায় ম্যানেজমেন্ট ও লিডারশীপ প্রশিক্ষণের ২য় ব্যাচ প্রশিক্ষণ আজ ২৪/০২/২০১৯ খ্রি তারিখে নিপোর্টের প্রধান কার্যালয়ে শুরু হয়েছে। ০৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে মোট ২০ টি বিষয়ের উপর সেশন পরিচালিত হবে। প্রশিক্ষণটিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তর হতে মোট ১৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে নিপোর্টের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব সুশান্ত কুমার সাহা এবং পরিচালক (প্রশিক্ষণ) জনাব মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। কোর্সটির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন নিপোর্টের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মিজ উম্মে কাউসার ফেরদৌসী।