Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st জুলাই ২০২০

গবেষণা সারমর্ম

নিপোর্টের গবেষণা তথ্যঃ

 

টিএফআরঃ

বাংলাদেশে মহিলাপ্রতি গড় সন্তান সংখ্যা বা টিএফআর ২.৩। আট বিভাগের মধ্যে চার বিভাগে (খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা) প্রতিস্থাপনযোগ্য টিএফআর অর্জিত হয়েছে (২.২)।

 

পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারঃ

          বর্তমানে বাংলাদেশে ৬২% সক্ষম দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করেন। এদের ৫২% দম্পতি আধুনিক পদ্ধতি ব্যবহার করেন।

 

গর্ভকালীন সেবাঃ

কমপক্ষে ১বার গর্ভকালীন সেবা গ্রহণকারী মহিলাদের হার ২০১১ সালের ৬৮% থেকে ২০১৭-২০১৮ এ ৯২% এ উন্নীত হয়েছে। এ সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারী থেকে গর্ভকালীন সেবা গ্রহণের হার ২০১১ সালের ৫৫% থেকে বৃদ্ধি পেয়ে ৮২% এ উন্নীত হয়েছে।

 

প্রসব সেবাঃ

প্রশিক্ষণপ্রাপ্ত সেবাদানকারীর সহায়তায় ৫৩% প্রসব হচ্ছে। এহার ২০১৪ সালে ৪২% থেকে ২০১৭-২০১৮ সালে ৫৩% এ উন্নীত হয়েছে। হাসপাতাল ও ক্লিনিকে প্রসব হচ্ছে ৫০%।

 

অপুষ্টিঃ

  • ৬ মাসের কমবয়সী শিশুদের শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর হার ৩ বছরে ১০%বৃদ্ধি পেয়ে ২০১৪ সালে ৫৫% থেকে ২০১৭-২০১৮ সালে ৬৫% এ উন্নীত হয়েছে।
  • শিশু অপুষ্টি হ্রাসে বর্তমানে ৫ বছ্রের কমবয়সী ৩১% শিশুর উচ্চতা বয়সের তুলনায় কম এবং ২২% শিশুর ওজন বয়সের তুলনায় কম।

মাতৃমৃত্যুঃ

মাতৃমৃত্যুর হার ২০১০ সালে প্রতি লক্ষ জীবিত জন্মে ১৯৪ থেকে হ্রাস পেয়ে ২০১৭ সালে ১৭২ এ নেমে এসেছে।

 

শিশুমৃত্যুঃ

প্রতি হাজার জীবিত জন্মে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার ২০১০ সালের ৪৭ থেকে ২০১৭ সালে ৩১ এ নেমে এসেছে। একই সময় প্রতিহাজার জীবিত জন্মে নবজাতকের মৃত্যর হার ২১ থেকে ১৭ তে নেমে এসেছে।